• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: উপমন্ত্রী শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধি: শারদীয় দুর্গা পুঁজা উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া-সখিপুরের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

গতকাল সোমবার রা‌তে নড়িয়া সখিপুর এলাকার বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পৃথিবীতে এর এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাইতো প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলছি ধর্ম যার যার উৎসব সবার।

সোমবার রাত ১১টা পর্যন্ত মন্ত্রী নড়িয়া ও সখিপুরের বিভিন্ন পুঁজা মন্ডপ পরিদর্শন করেন। এ বছর শরীয়তপুরে ৯১টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গা পুঁজা উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়।

পূঁজা মন্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মো: জহিরুল হক শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ হেমায়েত হোসেন, জুয়েল মীর মালতসহ অন্যান্য নেতৃবৃন্দ।