• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশে আর কেউ গৃহ ও ভুমিহীন থাকবেনা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর কেউই ভুমিহীন বা গৃহহীন থাকবেনা। তিনি বলেন জাতির পিতার কন্যার পক্ষেই সম্ভব হয়েছে একই দিনে এক সাথে সারা দেশের ৬৬ হাজার গৃহহীন মানুষকে ঘরে তুলে দেয়া। যার পৃথিবীর ইতিহাসে এক বিরল ও ঐতিহাসিক ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প পদ্মা সেতু নির্মানকরো দূর্যোগ মোকাবেলায় সাহসী ভুমিকা নিয়ে বিভিন্ন ক্ষাতে সহায়তা ও প্রনোদনা প্রদান তারই প্রমান।

তিনি আজ ২৫ জানুয়ারী সোমবার জেলা ডামুড্যা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে করনায় ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ডামুড্যা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব,দুস্থ ও অসহায় কর্মহীন প্রতিবন্ধীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের পক্ষ থেকে এ অনুদান বিতরন করা হয়।

উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুদান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল মুঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানসহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী। জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর পূর্বে ডামুড্যা পৌর ভূমি অফিস ও সাব-রেজিস্টার অফিস পরিদর্শন করেন। এর পর উপস্থিত ৪৭ জন সুবিধা ভোগীদের মাঝে নগদ টাকা, সেলাই  মেশিন, ও শীতবস্ত্র বিতরন করেন।