• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১  

বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ডাক পাওয়া নতুন তিন সদস্য হলেন ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারেল মিচেল।

কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। এছাড়া টাইগারদের বিপক্ষে সেরা পেস অ্যাটাকই রাখছে নিউজিল্যান্ড। টিম সাউদি, ট্রেন্ট বোল্টের সঙ্গে আছেন কাইল জেমিসন ও ম্যাট হেনরি।

ব্যাটিং অর্ডারে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলর, হেনরি নিকোলস। এছাড়াও দলে আছে মার্টিন গাপটিল, জিমি নিশাম ও মিচেল স্যান্টনার। দলে ডাক পাওয়া ২৯ বছর বয়সী কনওয়ে টি-টোয়েন্টি দলে কিউইদের হয়ে খেলেছেন।

গেলো বছর ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে অভিষেক হয় ইয়ংয়ের। আর মিচেল ও টেস্টে আলো ছড়িয়েছেন। এবার ওয়ানডেতে অভিষেক হওয়ার অপেক্ষায় এই তিন ক্রিকেটার। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।