• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাল্য‌বিবাহ ও অপরাধমুক্ত সমাজ গড়‌তে হ‌বে : পুলিশ সুপার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

 

শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মো‌মেন ব‌লে‌ছেন, বা‌লিকা উচ্চ বিদ্যালয় ও বা‌লিকা ক‌লে‌জ চলাকা‌লিন সময় বখা‌টেরা স্কুল ও ক‌লে‌জের সাম‌নে দাঁড়ি‌য়ে থা‌কে । প‌রে স্কুল ও ক‌লেজ ছু‌টি হ‌লে ছাত্রী‌দের সা‌থে ইভটি‌জিং ক‌রে বখা‌টেরা। তাই ইভটি‌জিং রো‌ধে সকল‌কে এগি‌য়ে আস‌তে হ‌বে। বখা‌টের ধ‌রে পু‌লি‌শকে খবর দি‌তে হ‌বে। তাহ‌লে ইভটি‌জিং বন্ধ হবে। তাছাড়া আপনারা কেহ মে‌য়ে‌দের বাল্য‌বি‌য়ে দি‌বেন না। বাল্যবি‌য়ে‌কে না বল‌তে হ‌বে। বাল্যবি‌য়ে রোধ ক‌রে ছে‌লে‌মে‌য়ে‌দের শি‌ক্ষিত কর‌তে হ‌বে।

র‌বিবার বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে সদ‌রের পালং ম‌ডেল থানা মাঠে থানা ও কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাধারণ ছাত্র সমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণের অংশগ্রহণে ওপেন হাউজ ডে'তে এসব কথা ব‌লেন শরীয়তপু‌রের পু‌লিশ সুপার।

এ সময় স্থানীয় জনসাধারণের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য থানা পুলিশকে সহায়তা করার নির্দেশ দেন।

এছাড়া তি‌নি মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করে যে কোনো বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

পালং ম‌ডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আসলাম উদ্দি‌নের সভাপ‌তি‌ত্বে ওপেন হাউজ ডে'তে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আল মামুন শিকদার, সদর উপ‌জেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ,  কমিউনিটি পুলিশিং‌য়ের জেলা শাখার সভাপ‌তি আলহাজ্ব নুর মোহাম্মদ কো‌তোয়াল, সদর উপ‌জেলা প‌রিষদ ভাইস চেয়ারম্যান মো. ফারুক তালুকদার, ম‌হিলা ভাইস চেয়ারম্যান সা‌মিনা ইয়াস‌মিন, শরীয়তপুর পৌরসভার প্যা‌নেল মেয়র মো. বাচ্চু বেপারী ।