• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বিশেষ মোনাজাত, দেশের জন্য সারা রাত জায়নামাজেই ছিলেন বঙ্গকন্যা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০২০  


একের পর এক দুর্যোগের কবলে দেশ। বাংলাদেশসহ সমগ্র পৃথিবী আজ মহামারী বিপদে আচ্ছন্ন। এরই মাঝে রমজান এসেছে। আল্লাহর রহমতের ডালি নিয়ে পৃথিবীর মানুষের কাছে এই পবিত্র মাসের আগমন। ২৭ রমজান ছিল লায়লাতুল কদরের রাত। আর দেশে চলছিল আম্ফানের আঘাত। আর করোনার প্রকোপ তো আছেই। একে তিনি রাষ্ট্রনায়ক, সেই সঙ্গে তিনি একনিষ্ঠ ধর্মভীরু মুসলমান। দুটো কাজই এক সঙ্গেই তিনি করেছেন। সারা রাত জায়নামাজেই ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আম্ফান মোকাবেলা এবং ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে নির্দেশনা দিয়ে গেছেন। খোঁজ খবর নিয়েছেন। আম্ফান মোকাবেলা কার্যক্রমের ওপর নজরদারি করেছেন। সেই সঙ্গে তিনি নামাজও পড়েছেন।

বাংলাদেশের উপর থেকে যখন আঘাত হেনেছে আম্ফান, তখন শেখ হাসিনা ছিলেন প্রার্থনারত। তিনি শুধু একজন ব্যক্তি নন, এই দেশের অভিভাবক। এই দেশকে মহামারী এবং দুর্যোগ থেকে মুক্তি করার জন্য তার যেরকম উদ্যোগ, একনিষ্ঠতা থাকে। তার একটা প্রমাণ দেখা গেল কাল। সারা রাত জেগে সৃষ্টিকর্তার কাছে এ দেশের মানুষের জন্য প্রার্থনা করার মধ্য দিয়ে তিনি প্রমাণ করলেন যে, মানুষকে তিনি কতটা ভালোবাসেন।