• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

‘বিশ্ব ধরিত্রী দিবস’ উপলক্ষে অ্যানিমেটেড বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল। বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।

গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেটেড ভিডিও। তারপর এতে ক্লিক করলে দেখা যাচ্ছে, একজন নারী একটি চারাগাছ রোপণ করছেন। বয়সের সঙ্গে তিনি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন আর চারাগাছটি একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে।

এরপর ওই নারী তার পরবর্তী প্রজন্মের একজন শিশুর কাছে আরেকটি চারাগাছ দিয়ে যাচ্ছেন। রোপণ করলে সেটিও একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলতে চলতে এই পৃথিবী একসময় সবুজে ভরে উঠছে।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা শুরু হয়।

বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল। এবারের ডুডলের মাধ্যমে মূলত বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করা হয়েছে।