• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

রান্নাবান্না

ব্রোকলির ঝাল পিঠা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১  

শীতের সবজির মধ্যে অন্যতম হচ্ছে ব্রোকলি। শরীর সুস্থ রাখতে শীতকালীন সবজির তুলনা হয় না। সারাবছর ফাস্টফুড আর অস্বাস্থ্যকর খাবার খেয়ে শরীরের যেটুকু ক্ষতি করেছেন, তার খানিকটা পুষিয়ে নিতে পারবেন রঙের ঋতুতে। 

চলুন রেসিপিটি জেনে নেয়া যাক-   

উপকরণ: ব্রোকলি একটি, গুঁড়া দুধ এক কাপ, ডিম দুটি, লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো, বেকিং পাউডার আধা চা চামচ, ময়দা দেড় কাপ, পানি পরিমাণমতো, বাটার এক চা চামচ।

প্রণালী: ব্রোকলি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার বাটিতে সব উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে ঘন বাটার তৈরি করে প্যানে অল্প বাটার ব্রাশ করে গোল চামচের মাধ্যমে বাটার দিয়ে ঝাল পিঠা তৈরি করে নিতে হবে। অনেকটা প্যানকেকের মতো হবে এটি। সস এবং সালাদের সঙ্গে শীতের সন্ধ্যায় গরম গরম পরিবেশন করুন মজাদার ব্রোকলির ঝাল পিঠা।