• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ব‍্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ "মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে শরীয়তপুরে 'দি চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি এবং থানা পর্যায়ে বনিক সমিতি ও বাজার ব‍্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) তানভীর আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ভেদরগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও 'দি চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি'-এর জেলা প্রেসিডেন্ট এ কে এম ইসমাইল হক, দি চেম্বার অব কমার্স এ‍্যান্ড ইন্ডাস্ট্রি'-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস ছালাম বেপারী, ভাইস প্রেসিডেন্ট ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলামসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বনিক সমিতির ব‍্যবসায়ীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, জেলার সকল জায়গায় আইনশৃঙ্খলা নিরাপত্তা জোড়দার করতে হবে। সকল বাজারগুলো সিসি ক‍্যামেরার আওতায় আনতে হবে। এজন‍্য পুলিশ  ও ব‍্যবসায়ী সমিতি সমন্বয়ে কমিটি করতে হবে। সকল বাজার নিয়ন্ত্রণ করতে থানাভিত্তিক কন্ট্রোল রুম থাকবে। আর এ সকল কাজে সার্বিক সহযোগিতা করার জন‍্য ব‍্যবসায়ীদের সহায়তা কামনা করেন পুলিশ সুপার।