• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভাড়া দেয়া হচ্ছে রোবট কুকুর!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

ব্যবহারের জন্যে ভাড়া দেয়া শুরু হয়েছে ‘কৃত্রিম কুকুর’। যুক্তরাষ্ট্রে রোবট নির্মাণকারী একটি কোম্পানি তাদের তৈরি এই রোবট কুকুর ভাড়া দিচ্ছে। সম্প্রতি এই কুকুর বানানোর খবর সামাজিক মাধ্যম ও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

বোস্টন ডাইনামিঙ কোম্পানি বলছে, কুকুরের মতো দেখতে চার-পায়ের এই রোবটটিকে এখন একটি গাড়ির চাইতেও কম মূল্যে লিজ বা ভাড়া নেয়া যাবে। নির্মাণ কাজ, তেল ও গ্যাস ক্ষেত্রে এবং জননিরাপত্তা সংক্রান্ত কাজে এই রোবটটিকে ব্যবহার করা সম্ভব। 

একজন বিশেষজ্ঞ বলছেন, মূল্য বেশি হওয়ারে কারণে অনেকেই হয়তো এটি ব্যবহার করতে আগ্রহী হবে না।

যুক্তরাজ্যে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ও রোবটিঙ বিশেষজ্ঞ নোয়েল শার্কি বলছেন, চতুষ্পদ রোবটের একটি দারুণ উদাহরণ হতে পারে এই স্পট, বিশেষ করে এর সাথে হাত যুক্ত করার পর। এখন এটিকে আরো একটু বেশি ব্যবহারযোগ্য বলেই মনে হচ্ছে। 

কিন্তু দাম অনুযায়ী এটাকে কি আর ততোটা ব্যবহারযোগ্য বলে মনে হবে? তবে এই রোবটটিকে যদি নির্মাণ কাজে ব্যবহার করা যায় তাহলে হয়তো এটি ব্যয়সাপেক্ষ হবে।