• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শোককে শক্তিতে পরিনত করে শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর নেতৃত্বে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ নির্মানের অঙ্গিকারের মধ্যদিয়ে ভেদরগঞ্জ পৌরসভার নতুন ভবনের যাত্রা শুরু হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫ টায় পৌর মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদার  এর সভাপতিত্বে  পৌরভবন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও জাতিজ জনকের জেষ্ঠ পুত্র শেখ কামাল এর জন্ম দিন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাতের পর ফিতা কেটে ভবনে উদ্ধোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন  সহকারী (কমিশনার ভুমি)  শংকর চন্দ্র বৈদ্য,মুক্তিযুদ্ধের যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগসভাপতি  বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি  আলী আজম  ফরিদী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন সরদার, এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহাদাত হোসেন রাড়ী, সাগতিক ওয়ার্ডরর কাউন্সিলর  বাবুল হাওলাদারসহ সকল সাধারণ ও সংরক্ষিত  কাউন্সিলরগন,উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান জামান রাড়ী, সাধারণ সম্পাদক কাউন্সিলর হারিন অর রশীদ বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্না সিকদার, সাধারণ সম্পাদক বাবু খান,ছাত্রলীগের সভাপতি  সেহাগ রাড়ি, সাধারণ সম্পাদক  ওয়াসিম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন  ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পৌসভার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠতম পৌরসভা  হচ্ছে আমাদের ভেদরগঞ্জ পৌরসভা। তার পরও বর্তামান মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদার এর যোগ্যতায় চেষ্টা ও শ্রমের বিনিময়ে দ্বিতীয় শ্রেণীর পৌসভার মর্যাদা লাভ করেছে আমাদের পৌরসভা। প্রয়াত জননেতা জাতীয় বীর আলহাজ্ব আবদুর রাজ্জাক এ পৌরসভা করে গেছেন।তারই সুযোগ্যপুত্র  বারবার নির্বাচবত সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির সহযোগিতায় আমাদের উন্নয় আভিযাত্রা এগিয়ে চলছে।