• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জ ১০ প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ আজ ২৭ এপ্রিল সোমবার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এর নির্বাহী  হাকিম ও সহকারী কমিশনার (ভুমি)  এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান  চালিয়ে ১০ টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার  তানভীর আল নাসীফ জানান, আজ করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ও রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভেদরগঞ্জ পাইলট স্কুল সংলগ্ন এলাকায় মার্কেট ও রামভদ্রপুর  ইউনিয়নের কার্তিকপুর বাজারে ভ্রাম্যমান আদালত ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে। অভিযান চলাকালে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং পন্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ১০টি প্রতিষ্ঠানের মালিককে ১৯ হাজার ৫ পাঁচশত  টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভুমি) শংকর চন্দ্র বৈদ্য বলেন, করোনা দূর্যোগে শারিরিক দূরত্ব বজায় রাখার সরকারি আইন অমান্য করায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোট ৮ হাজার টাকা ও মূল্য তালিকা প্রর্দশনা করায় ৬ টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা  করি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।