• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে উপমন্ত্রী শামীম এর বরাদ্দকৃত টিন ও নগদ অর্থ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

 

৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর  জেলার ভেদরগঞ্জ  উপজেলার সখিপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৪ ইউনিয়নের৬০ গৃহহীনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা  হয়েছে। 
 গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি'র বিশেষ বরাদ্দকৃত দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে সখিপুর থানার  কাঁচিকাটা, সখিপুর, ডি এম খালি ও চরসেন্সান ইউনিয়নের  ৬০ জন গৃহহীন মানুষের মাঝে ২ বান্ডেল করে মোট ১২০ বান্ডেল ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা করে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরন কর হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর  আল নাসীফ এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে  প্রধান  অতিথি  ছিলেন  ভেদরগঞ্জ  উপজেলা  পরিষদ  চেয়ারম্যান  আলহাজ্ব  হুমায়ুন  কবির  মোল্লা। এসময় উপস্থিত  ছিলেন সখিপুর  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  মোঃ  কামরুজ্জামান  মানিক  সরদার, চরসেন্সাস ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  মোঃ  জিতু মিয়া বেপারী,ডিএম খালি ইউনিয়ন  চেয়ারম্যান  মাস্টার  জসিম  উদ্দিন  মাদবর ও উপজেলা  প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা  মোঃ হুমায়ূন কবির।
প্রধান  অতিথির বক্তব্যে উপজেলা  পরিষদ  চেয়ারম্যান  আলহাজ্ব  হুমায়ুন  কবির  মোল্লা  বলেন,চলতি বছরে আমাদের উপজেলার  কাঁচিকাট,সখিপুর, ডিএমখালি ও চরসেন্সাস ইউনিয়নের বিভিন্ন দূর্যোগে ৬০ টি পরিবার গৃহেহীন হয়। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এর নির্দেশে গৃহহীনদের মাথা গুজার ঠাই করে দিতে পানিসম্পদ  উপমন্ত্রী  ও এ এলাকার সন্তান শামীম ভাই এর প্রচেষ্টায় ত্রাণ ও দূর্যোগ  মন্ত্রণালয়ের থেকে এ টিন ও অর্থ বিতরন করা হলো।