• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে কাগজপত্রহীন যানবাহনকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ মে ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার পম কাঠের পোল মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশিকালে কাগজপত্র না থাকায় একটি ট্রাককে ৫ হাজার ও ৮ টি মোটরসাইকেলকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি),  শংকর চন্দ্র বৈদ্য এর নেতৃত্বে গতকাল সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভেদরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সহকারী কমিশনার (ভুমি) শংকর চন্দ্র বৈদ্য জানান, করোনা দুর্যোগের মধ্যেও মানুষ সরকারি নির্দেশ অমান্য করে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষে  উপজেলার মহিষার ইউনিয়নের পম গ্রামের বাবুর খানের মৎস্য খামারে সামনে শরীয়তপুর - চাঁদপুর  মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি কালে কাগজপত্র বিহীন একটি ট্রাককে ৫ হাজার টাকা ও ৮ টি মোটরসাইকেলকে সাড়ে ৭ হাজার টাকাসহ মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও জানান পুরো রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।