• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে কৃষকদের মাঝে বীজ সার ও উপকরণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বীজ সার বালাইনাশক বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলার ৮ স্কুলে কৃষকদের মাঝে এ সকল উপকরন বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ ফাতেমা ইসলাম উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব, কায়সার আহমেদ রানা, জাহিদ সরকার আল আমীন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম বলেন, আমাদের কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা মনে করেন, ফসল উৎপাদনের অন্যতম উপাদান বীজ। আর মানসম্মত বীজের অভাবে আমাদের কৃষকরা ফসলের কাঙ্খিত উৎপাদন থেকে বঞ্চিত হন। কৃষক পর্যায়ে ভাল মানের বীজ উৎপাদন ও তা এলাকায় সম্প্রসারণ করা গেলে মানসম্মত বীজের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। তাই বিআইডিসি বা বিদেশি বীজের আশায় না থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক পর্যায়ে ধান গম ও পাট বীজ উৎপাদনের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, এই প্রকল্পটি আমাদের উপজেলায়  চালু করার ফলে বিগত বছরগুলোতে কৃষক পর্যায়ে ভালমানের বীজ ধানের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই প্রকল্পটির আওতায় কৃষকদের আরও বেশি পরিমাণে উপকরণ সহায়তা প্রদানের মাধ্যমে ভাল মানের বীজের প্রাপ্যতা অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।