• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাটকা ও নছিমনসহ আটক-৩

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে অভিযান চালিয়ে ৮ মন জাটকা, ২ টি অটো, ১ টি নছিমনসহ ৩ জনকে আটক করেছে। আজ ৭ জানুয়ারি ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ডিএমখালি ইউনিয়নে গাজীপুর থেকে ৩ জনকে আটকসহ জাটকা, অটো ও নছিমন জব্দ করে।

আটককৃতরা হলো নছিমন চালক, গোসাইরহাট উপজেলার মোস্তফা ঢালী কান্দি গ্রামের শাহজাহন হাওলাদারের ছেলে সবুজ (২৭), অটোচালক একই উপজেলা উত্তর কোদালপুর গ্রামের হাফেজ আবদুর রহমানের ছেলে আশ্রাফ আলী (২৬), ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগর ইউনিয়নের আলী আকবর মালতের ছেলে দেলোয়ার মালৎ (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে। জাটকাগুলো উপজেলার ৩২ টি এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নির্দেশে আমার সহকর্মী হেলাল উদ্দিন, মহসিন কামাল ও আবদুর রহমানসহ ৬ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা থেকে অভিযান চালিয়ে তাদের আটক ও জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ পরিবহনের সময় মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন জনকে আটক ও ৮ মণ জাটকা জব্দ করে। মৎস্য আইনে আটকদের অর্থদন্ড প্রদান করা হয়।