• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাতির পিতার সম্মান রক্ষায় শপথ সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায় ও জাতির পিতার সম্মান রক্ষার্থে ভেদরগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে "জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান" এই শ্লোগানে শপথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ শনিবার সকাল ১১ টায়  ভেদরগঞ্জ  প্রশাসকের কার্যালয়ের সামনে  সরকারী কর্মকর্তা ফোরাম আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারীর কমিশনার ভুমি  শংকর চন্দ্র বৈদ্য।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার  তানভীর আল নাসীফ। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা  প্রকৌশলী  মোঃ আকতার হোসেন, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবদুল  মতিন সরকার।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
 

প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ  বলেন, জাতির পিতার  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙ্গালির শ্রেষ্ঠ সম্পদ। হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি,  আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মহানায়ক। যার জন্ম না হলে বাংলাদেশ হতোনা। সেই  মহান মানুষটি অসম্মান কোন বাঙালি মেনে নিতে পারেনা।  জাতির পিতার ভাস্কর্যের বিপক্ষে না বুঝে মিথ্যা ও বনোয়াট বক্তব্য দিয়ে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরী করতে চায়। তারা বাঙালী নয়। ওরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আমারা তাদের প্রতিহত করার জন্য আজ রক্ত শপথ নিব।

সভাপতির বক্তব্যে শংকর চন্দ্র বলেন জাতির পিতার  ভাস্কর্য ভাঙ্গার দুঃশাহস যারা দেখিয়ে  তারা পাকিস্তানিদের জারজ সন্তান ,মুক্তিযুদ্ধের পক্ষের  দেশপ্রেমিক কোন বাংলাদেশীর জীবন থাকতে  স্বাধীনতা বিরোধীদের এ অপতৎপরতা  চালাতে দিবেনা।