• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন নানা আয়োজনে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বাার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করছে। দিবসটি পালনের অংশ হিসেবে  কালোব্যাজ ধারণ,জাতীয পতাকা অর্ধনর্মিত করণ, কালো পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে  পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল আয়োজন করা হয়। করোনা দূর্যোগের কারনে শোক র‌্যালি করা হয়নি।

আজ ১৫ আগস্ট শনিবার সকাল ৮টায় ভেদরগঞ্জে উপজেলার মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনর স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে  নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্বে পুষ্পার্ঘ প্রদান করেন। এরপর ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার,এর পর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ  ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেরা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, শিক্ষা অফিসার  সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঁ মোফাজ্জল হোসেন,  ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, আজকের এ বেদনাবিধূর দিনে আমরা স্বাধীনতা স্থাপতি মুক্তিযুদ্ধের  মহানায়কের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সেই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ সেদিন নির্মমভাবে নিহত শিশু ও নারীসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, নিকটাত্মীয় এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার আদর্শ ও চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে এসে তার সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান।