• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ "সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে" এ প্রতিপাদ্য নিয়ে ১২ ডিসেম্বর ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী মাঝ দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায়ায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃমোফাজ্জল হোসেন, সমাজ সেবা অফিসার আনিসুর রহমান তপু, নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, বলেন শুরুর দিকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে মানুষ তামাসা করলেও এখন ডিজিটাল বাংলাদেশ বিশ্বের বিস্ময়। শুধু দেশের ভিতরে নয বিশ্বের মধ্যে অনন্য অবস্থান করে নিয়েছে।  আমাদের প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টার সজিব ওয়াজেদ জয়ের  বদৌলতে বাংলাদেশ এর ডিজিটাল অগ্রগতি সাফল্যের শীর্ষে রয়েছে।