• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে প্রণোদনার সার-বীজ পেলেন ১ হাজার ৩২০ কৃষক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ভেদরগঞ্জ উপজেলার ১ হাজার ৩২০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ১০টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মাঠ থেকে প্রণোদনা বীর ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।

ভেদরগঞ্জ কৃষি অফিসার ফাতেমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব, মোঃ সম্রাট, আল আমিন, জাহিদুল ইসলাম সরকার, কায়সার আহমেদ রানা।

কৃষি প্রণোদনার আওতায় সরকার ভেদরগঞ্জ উপজেলার ১৮০ জন কৃষককে ধান বীজ, ২জন কৃষককে গম, ১২০ জনকে ভুট্টা, ৩৯০ জনকে সরিয়া, ২০০ জন সুর্য্যমূখী, ২০ জনকে চিনাবাদাম, ৩০ জনকে শীতকালিন মুগ, ১৫০ জনকে গ্রীস্মকালিন মুগ, ৩০ জনকে পিঁয়াজ বীজ ও ২০ কেজি ডিওপি ও ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, বর্তমান কৃষক বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা কৃষকদের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে আমাদের উপজেলায় স্মরণকালের সর্ববৃহৎ আকারের প্রণোদনা সহায়তা দিয়েছেন। অতিতে আর কোন দিনই এত সংখ্যক পরিমান কৃষক প্রণোদনার আওতায় আসেনি। সরকারের দেওয়া বীজ ও সারের সঠিক প্রয়োগ করে আপনারা জাতির উন্নয়নে অবদান রেখে নিজের এবং পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবেন এই প্রত্যাশাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। বীজ ও সার ব্যবহারে কোন চাষি অবহেলা বা তাচ্ছিল্য করলে ভবিষ্যতে তাদেরকে আর কোন সহায়তা দেওয়া হবে না। প্রকৃত কৃষকরা যাতে সরকারের প্রণোদনা পায় সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের প্রতি সুদৃষ্টি রাখার আহবান জানান।