• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে প‌রিকল্পনা বিভা‌গের এডভোকেসি সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ ''প‌রিবার প‌রিকল্পনা সেবা গ্রাহণ ক‌রি, কৈ‌শোরকালীন মাতৃত্ব ‌রোধ ক‌রি'' এই প্র‌তিপাদ্যকে নি‌য়ে শরীয়তপু‌রে পরিবার পরিকল্পনা   কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ইং (৭-১২ ডি‌সেম্বর) উদযাপন উপল‌ক্ষে এ্যাড‌ভো‌কেসি সভা ও প্রেস ব্রি‌ফিং অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার  (৫ডি‌সেম্বর) বেলা  ১১টার দি‌কে ভেদরগঞ্জ উপজেলা  প‌রিবার প‌রিকল্পনা বিভা‌গের আয়োজ‌নে উপজেলা  হাসপাতালের  সম্মেলন ক‌ক্ষে এ এ্যাড‌ভো‌কেসি সভা ও প্রেস ব্রি‌ফিং অনু‌ষ্ঠিত হ‌য় ।

প্রেস ব্রি‌ফিং‌য়ে প্রধান অতি‌থি হি‌সে‌বে  ভেদরগঞ্জ উপজেলা  নির্বাহী  অফিসার  তানভীর  আল নাসীফ তার বক্ত‌ব্যে ব‌লেন, সকল সময়ে জনগ‌নের সেবা করার চেষ্টা করা প্রজাত‌ন্ত্রের ক‌র্মে নিযুক্ত প্র‌ত্যেক ব্য‌ক্তির কর্তব্য। দে‌শে ১২ থে‌‌কে ১৮ বয়‌সি মা‌য়ের সংখ্যা ৫৯ ভাগ। শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রা‌মে বাস ক‌রে। বাল্য বিবাহ রোধ করার জন্য আমরা কাজ কর‌ছি। তবুও বাল্য‌বিবাহ রোধ হ‌চ্ছে না। গোপ‌নে বাল্য বিবাহ দি‌চ্ছে গ্রাম্য প‌রিবারগু‌লো।  বাল্যবিবাহ রো‌ধে বর্তমান  সরকার কাজ কর‌ছে। তাই সক‌লে মি‌লে বাল্য‌বিবাহ রোধ কর‌তে হ‌বে। স‌ঠিকভা‌বে প‌রিবার প‌রিকল্পনা গ্রহণ কর‌তে হ‌বে। বৈষম্য‌কে ক‌মি‌য়ে আন‌তে হ‌বে। মা‌য়ে‌দের ৫৮ ভাগ ‌ডে‌লিভা‌রি  প্র‌তিষ্ঠা‌নিকের বা‌হি‌রে হ‌চ্ছে। আর মাত্র ৪২ ভাগ প্র‌তিষ্ঠানিকের মা‌ঝে হ‌চ্ছে।

তাই মা‌য়ে‌দের ডে‌লিভা‌রি প্র‌তিষ্ঠা‌নিক যায়গায় কর‌তে হ‌বে। প্র‌তিষ্ঠা‌নিক বা‌হি‌রে যেন ডে‌লিভা‌রি না হয় সে‌দি‌কে সকল‌কে খেয়াল রাখ‌তে হ‌বে।

উপজেলা নির্বাহী  অফিসার  ব‌লেন,  বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা রো‌হিঙ্গা‌দের বাংলা‌দে‌শে থাকার জায়গা দি‌য়েছেন। তাই প্রধানমন্ত্রী‌কে মাদার অফ হিউম্যা‌নি‌টি উপাধি দি‌য়ে‌ছেন। প্রধানমন্ত্রীর নের্তৃ‌ত্বে দেশ এগি‌য়ে যা‌চ্ছে। ২০২১ সা‌লে বাংলা‌দেশ হ‌বে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সা‌লের ম‌ধ্যে বাংলা‌দেশ হ‌বে উন্নয়নশীল দেশ।

ভেদরগঞ্জে  প‌রিবার প‌রিকল্পনা  কর্মকর্তা  ডাঃ তরুন কুমার সাহার সভাপ‌তি‌ত্বে ‌বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন,মহিলা  ভাইসচেয়ারম্যান আকলিমা বেগম  লিপি, উপজেলা  সমাজ সেবা অফিসার আনিসুর  রহমান  তপু, মাধ্যমিক শিক্ষা  অফিসার  মোঃ মোফাজ্জল  হোসেন, নারাযনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নাজিমউদ্দীন, ডিএমখালী ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  মাস্টার জসিম উদ্দিনসহ স্বাস্থ্য কর্মী, সাংবা‌দিকরগন  উপ‌স্থিত ছি‌লেন।