• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সরকারি এম এ রেজা ডিগ্রী  কলেজ মাঠে  বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের  শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় টুর্নামেন্টের   উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মাহবুব রহমান  শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন  সরকারি কমিশনার (ভুমি) শংকর  চন্দ্র বৈদ্য, সরকারি এম এ রেজা  কলেজে অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন,  ভেদরগঞ্জ  পৌরসভার মেয়র  হাজি আবদুল মান্নান  হাওলাদার। বক্তব্য রাখেন  দক্ষিণ তারা বুনিয়া ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  মোঃ নুর উদ্দিন দর্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক  আবুল কালাম  আবু।
প্রধান অতিথি  উপজেলা  নির্বাহী  অফিসার  মোঃ মাহবুব রহমান শেখ বলেন জাতির পিতা আজন্ম একজন ক্রীড়াবীদ ও ক্রীড়ানুরাগী ছিলেন। তার  পরিবারের সবাই ক্রীড়াবীদ ছিলেন। আমাদের সমাজ থেকে বর্তমানে ক্রীড়া চর্চা কমে যাওয়ার  কারনে সমাজে বিশেষ করে মাদকাসহ নানা রকম  অপচর্চা  দেখা দিচ্ছে। তাই আমাদের  প্রধানমন্ত্রী  জাতির পিতার  কন্যা  শেখ হাসিনা  সমাজে ক্রীড়া চর্চা বাড়িয়ে  মাদকের  কুফল থেকে যুবশক্তিকে সম্পদে পরিণত  করার জন্য ইউনিয়ন থেকে ফুটবল খেলোয়াড় সংগ্রহের জন্য  এ প্রতিযোগিতার আয়োজন  করেছে। বাংলাদেশ আবার তার ফুটবলের হারানো গৌরব  ফিরে  পাবে।
উদ্বোধনী খেলায়  দক্ষিণতারা বুনিয়া ইউনিয়ন একাদশ ৩-১ গোলে পরাজিত করে। প্রতিযোগিতায় ১৩ ইউনিয়ন ১ পৌরসভাসহ মোট ১৪টি দল অংশ নেয়।