• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে বিজয় ফুল উৎসবে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত বিজয় ফুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে বিজয় ফুল উৎসব ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের শহীদ আক্কাস  শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া। বক্তব্য রাখেন  সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, বাদশা মিযা, মস্টার আপেল মাহমুদ, মাস্টর রাজিব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ৭৫ পরবর্তী  আমাদের যাদের জন্ম তাদের এতো সুন্দর ভাবে জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধোকে জানার সুযোগ ছিলনা। তখনকার  সময়ের আমাদের ভুল ইতিহাস শিক্ষা দিতে চেষ্টা করেছিল। ২১ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে।
তোমরা সোনমনিরা বিজয় ফুল উৎসব করতে পারছো। আমরা তোমাদের হাতে এমন বাংলাদেশ রেখে যেতে চাই, যে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধু সপ্নের সোনার বাংলাদেশ।