• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ব্রি ধান ৭২ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ  আজ ২০ নভেম্বর বুধবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর ব্লকে ব্রি ধান-৭২ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাজনপুর ব্লকের জাকির ভুইয়ার জমির ধান কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মেঃ আমির হামজা। ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার শাহ মহম্মদ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম মহিউদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রতন কুমার  ঘোষ। বক্তব্য রাখেন কৃষক জাকির হোসেন ভুইঁয়া, উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসি। ব্রি ধান -৭২ এ বছর কাঁচা ওজন - ৫.৫ মে: টন/ হেক্টর এবং শুকনা ওজন : ৪.৮ মে: টন/ হেক্টর উৎপাদন হয়েছে।