• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ
ভেদরগঞ্জে দিনব্যাপী উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছ।
১৬ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে উপজেলা পরিষদ শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিাতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল- নাসীফ।

উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, গোলাম মোস্তফা, আল আমীন হাওলাদার,এস এম মসিউল আজম ও চঞ্চল শেখ।
এবারের প্রতিযোগিতার ভেদরগঞ্জ উপজেলা থেকে কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জেলা অংশ নিবে ভেদরগঞ্জ সরকারী এম এ রেজা ডিগ্রী কলেজ, উচ্চ বিদ্যালয় পর্যায়ে ভেদরগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ, প্রাথমিক পর্যায়ে ৬৪ নং চর ফিলিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলেদেন অনষ্ঠানের সভাপতি উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রজিয়া।