• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে সরকারি প্রণোদনার বীজ-সার বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

 

২০নভেম্বর বুধবার ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
সকাল ১০টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে থেকে বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মেঃ আমির হামজা। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম মহিউদ্দি, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা কৃষি অফিসার শাহ মহম্মদ শাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রতন কুমার  ঘোষ, এবছর ভেদরগঞ্জ উপজেলায় ৬শ জন কৃষককে জন প্রতি ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে  প্রতি বিঘা জমির জন্য।
৯০০ জন কৃষককে জন প্রতি ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার,
১০০ জন কৃষককে জন প্রতি ৫ কেজি শীতকালীন মুগ  বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার এবং গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য ৩০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মুগ বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে বিতরন করা হয়।