• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ভেদরগঞ্জে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচীতে  জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৭ নভেম্বর শনিবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন,র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান বেপারী, বিশিষ্ট সমবায়ী ও সমাজ সেবক আবুল বাসার চোকদার, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরদার। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইফতেখার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কফিল উদ্দিন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে। বিগত দশ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

সভায় জানানো হয়, ভেদরগঞ্জ উপজেলায় গত তিন বছরে সমবায় বিভাগের মাধ্যমে ১ হাজার ৮শ ৭১ জন সমবায়ীকে আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মৎস্য চাষ, গবাদী পশু পালন, মোবাইল সার্ভিসিংসহ অন্যান্য প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণ এবং ঋণ বিতরণের মাধ্যমে ৪৭২ জনের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।