• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জের চরসেন্সাস ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে কার্যক্রম উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। আজ ৯ জুন মঙ্গলবার দুপুরে চরসেন্সাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কর্মসূচির উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) শংকর চন্দ্র বৈদ্য।

এসময় পানি উন্নয়ন বোর্ডের এসডি  আবদুর রশীদ জানান, চরসেন্সাস ইউনিয়নের পদ্মানদীর ভাঙ্গন থেকে রক্ষার ২৯ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১২০ মিটার নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হবে। চরসেনসাস ইউনিয়নের নিজামুদ্দিন মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিবাড়ি মাদ্রাসা ও এতিমখানাসহ নদীর পাড়ের বাড়ি-ঘর নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
 

সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপ-মন্ত্রী একে.এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের নিদের্শে জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রক্ষার জন্য আজকে নদী ভাঙ্গনের রক্ষার কাজ উদ্বোধন করা হলো। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উপ-মন্ত্রী নিকট এলাকাবাসী কৃতজ্ঞ।

এসময় চরসেন্সাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ পলাশসহ ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন।