• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভ্যাকসিনের জন্য ৫০ শতাংশ টাকা ছাড়: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

করোনার ভ্যাকসিনের জন্য ৫০ শতাংশ টাকা অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে ছাড় করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার জন্য যে খরচ হবে তার অর্ধেক টাকা ছাড় হয়েছে। আমরা পারচেজ ওয়ার্ডার সই করার পরে এই টাকাটা সেখানে দেওয়া হবে। প্রত্যেক মাসে ৫০ লাখ মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পারব। তখন এই ৩ কোটি ডোজ দেড় কোটি লোককে দেওয়া যাবে’।