• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মহিষার ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ মহিষার ইউনিয়নের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার।
আজ ৫অক্টোবর বেলা ১১টায় মহিষার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সরদারের হাতে তার বিজয়ের প্রত্যায়নপত্র তুলে দিয়েছেন উপ নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ।

এ সময় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি আবদুর মান্নান বেপারী, সাবেক চেয়ারম্যন হাজি আমির হোসেন সরদার, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলন হাওলাদার সহ সকল ওয়ার্ড মেম্বার ও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।

আগামী ২০ অক্টোবর এ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের জন্য ২৩ সেপ্টেম্বর আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত মোঃ দেলোয়ার হোসেন সরদার (নৌকা), বিএনপি মনোনীত আবু হানিফ (ধানের শীষ), হাজী হাওলাদার অরুন (স্বতন্ত্র), আবু আলম মৃধা (স্বতন্ত্র)।

২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে সকল মনোনয়ন বৈধ বলে গৃহিত হয়। ৩ অক্টোবর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামীলীগ মনোনীত মোঃ দেলোয়ার হোসেন সরদার (নৌকা) বাদে সবাই তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এর ফলে একক প্রার্থী হিসেবে মোঃ দেলোয়ার হোসেন সরদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেযারম্যান পদে নির্বাচিত হন।

মহিষার ইউনিয়ন উপ-নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেরা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থীর ৩ জন মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনীত মোঃ দেলোয়ার হোসেন সরদার একমাত্র প্রার্থী থাকায় তাকে বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করে প্রত্যায়ন দেয়া হয়েছে।