• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মা ইলিশ শিকার, ২৪ জেলেকে এক বছর কারাদণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনকারী ২৪ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ (ক) ধারায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতভর এ অভিযান পরিচালনা করে আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের মো. বাদশা (৪২), আব্দুল মতিন (৫৫), মাঈন উদ্দিন (৩০), দত্তকান্দি গ্রামের  শাহাদাত হোসেন (৪০), হাসান আলী (২০), আলম হোসেন (২৫), আব্দুস ছালাম (২৪),  রুবেল হোসেন (২৮) লাল চান (২৭), হাসান আলী (২১), বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের বাবুল মিয়া (৫০), মোখলেছুর রহমান (৪০), সোনামিয়া (৫০), আলমগীর হোসেন (৩৬), চরবিনানুই গ্রামের ইসমাইল হোসেন (২২), শাহ আলম (২০), দেলোয়ার হোসেন সাইদী (২২), ঘুশুরিয়া গ্রামের নাছির (১৮), হিজুলিয়া গ্রামের ইসমাইল হোসেন (২২), চৌবাড়ীয়া গ্রামের মোয়াজ্জেম আলী (৪২), সেরাজুল ইসলাম (৪০), খাষপুখুরিয়া ইউনিয়নের খাষপুখুরিয়া গ্রামের আমিরুল ইসলাম (২৮), আব্দুল মালেক (৫০) ও খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী জোতপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩০)। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

অভিযানে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়ার পাশাপাশি উদ্ধারকৃত ১০ কেজি মাছ খাষকাউলিয়া খারিজিয়া সিদ্দিকীয়া এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।