• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মা ইলিশ শিকারের অপরাধে ভেদরগঞ্জে ৫০ জেলে আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল  ১০টায় ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ ও  সখিপুর থানা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে উপজেলার তারাবুনিয়া এলাকার পদ্মা নদী থেকে  ২টি ট্রলার,৩টি জেলে নৌকা,৫৫ হাজার মিটার জাল, ৬০ কেজি পরিমান মা ইলিশ মাছসহ ৫০ জেলেকে আটক করেছে। আটককৃতরা  চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ,ইব্রাহিমপুর ও ভেদরগঞ্জ উত্তর এবং দক্ষিণ তারাবুনিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিবাসী।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আবদুস সামাদ বলেন, রাতে নদীতে টহল থাকার কারনে মাছ ধরতে না পেরে ভোরে নদীতে  প্রশাসনের অভিযান শিথিল থাকবে মনে করে জেলেরা নদীতে মাছ ধরতে নামছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদকে বিষয়টি জানানো হয়েছে। ভ্রাম্যমান আদালত বসিয়ে আটকদের সাজা নির্ধারণ করা হবে। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ আর জাল পুড়িয়ে দেয়া হবে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ জানান, আমি সংবাদ পাওয়ার পরই  আটকদের সদরে আনার জন্য অতিরিক্ত পুলিশ পাঠিয়েছি। তারা মৎস্য আইনে দোষী প্রমানিত হলে প্রত্যেকের অন্তত ১ বছর করে কারাদন্ড হবে।