• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হাজারো বুলেট

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির নিচ থেকে এক হাজারের বেশি বুলেট উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রেলওয়ে পূর্ব কলোনি থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় মো. রফিক ও জুয়েল জানান, ওই এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সেখানে তারা লাকড়ি কুড়াচ্ছিলেন। এ সময় শক্ত একটি মাটির চাকা পান। পরে সেখানে বুলেট পাওয়া যায়। আরো মাটি খুঁড়ে তারা বেশ কিছু বুলেট পান। সব মিলিয়ে পাঁচ কেজির বেশি ওজন হবে।

কলোনির বাসিন্দা রাকিব হাসান জানান, এসব বুলেট মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শফিউল আজম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের আওতায় থাকায় পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।