• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাতালদের খাঁচায় ঢুকিয়ে রাখা হয় এই গ্রামে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

মাতলামির ঠেলায় গুরুতর অসুস্থ হয়েছেন বহুলোক। মদের নেশায় প্রাণও হারিয়েছেন অনেকেই। সেই কারণেই এখন মাতালদের খাঁচায় পুরে রাখার ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা। দিন কয়েক খোলা বাজারে বহু লোকের চোখের সামনে খাঁচার মধ্যে থেকে মদের নেশাও কেটে গেছে অনেকেরই। অভিনব এই ঘটনাটি ভারতে গুজরাতের মোতিপুরা গ্রামের।

মদের নেশায় গ্রামের মধ্যে হই-হট্টগোল প্রতিদিনের ঘটনা। মদ জনিত কারণে বিধবা হয়েছেন ১৫০ জনেরও বেশি মহিলা। গুজরাত প্রশাসনের কড়া মদ বিরোধী আইন সত্তেও যুব সমাজকে মদের নেশা থেকে দূরে সরাতে না পেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের প্রবীণরা। 

একটা লোহার খাঁচা তৈরি করে সেখানেই ঢুকিয়ে রাখা হয় মাতালদের। ১২০০ টাকা জরিমানা দিলে তবেই মুক্তি মেলে তার। এই টাকা গ্রামের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়।

এই খাঁচার নাম রাখা হয়েছে মোতিপুরা জেল। খাঁচার ব্যবস্থা চালু হওয়ার পর থেকে বেশ উপকারও হয়েছে। এখানে থাকার অপমানের জ্বালায় মদের নেশা ছেড়েছেন অনেক মাতাল।