• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাদক সন্ত্রাস ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

"মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ ফেব্রুয়ারি  সকাল ১০ টায়  গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গীবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে উন্মুক্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ  মোঃ মোল্লা সোহেব আলী, অফিসার ইনচার্জ  জেলা গোয়েন্দা শাখা  কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান সিকদার,শরীয়তপুর, সৈয়দ নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, গোসাইরহাট উপজেলা, শরীয়তপুরসহ এ সময় উপস্থিত জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে সরকারি শামসুর রহমান কলেজ এর অধ্যক্ষ মোঃ ফজলুল হক।  প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার এ. এম আশরাফুজ্জামান বলেন আমাদের জীবন মানে ব্যপক উন্নয়ন হলেও নৈতিকতার সংকট দেখা দিয়েছে। সামাজিক অস্থিরতা ও পারিবারিক অসান্তির থেকে  সামাজিক অবক্ষয়ের শৃষ্টি হচ্ছে। আইন করে সব অপরাধ দুরকরা যাবেনা। এর জন্য পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবক হিসেবে সচেতনতার সাথে দায়িত্ব পালন করলে  সামাজিক শান্তি ফিরে আসবে, আমাদের সন্তানরা সু নাগরিক হিসেব গড়ে উঠবে।