• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাধ্যমিকের সব শিক্ষকদের টিভি ক্লাস দেখার নির্দেশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান করছে সরকার।

সে পাঠদান প্রথমদিকে শিক্ষার্থীদের দেখার কথা বললেও পরে সেটি শিক্ষকদেরও দেখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার (০১ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করে মাউশি।

এতে বলা হয়, স্কুল বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশন এর নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি চলমান। শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষক-শিক্ষিকাকে সব ক্লাস দেখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে আরো বলা হয়, প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী পাঠদানকারী শিক্ষক প্রদত্ত বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্তনম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।