• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাস্ক কেলেঙ্কারি:ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

মাস্ক কেলেঙ্কারি’র ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এদিকে, একই অভিযোগে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে তলবের নোটিশে তার পক্ষে দুই আইনজীবী দুদকে হাজির হয়েছেন।

মিঠুর লিখিত বক্তব্যে মাস্ক বা সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা বা সরবরাহে তিনি জড়িত নন বলে উল্লেখ করেন। লিখিত অভিযোগে তিনি আরো দাবি করেন মাস্ক কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান নন বলেও দাবি মিঠুর। এর আগে, গতকাল মাস্ক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠান জেএমআই ও তমার তমা কন্সট্রাকশনের প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।