• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মু‌ক্তি‌যোদ্ধা‌রা হচ্ছে প্রকৃত দেশ প্রেমিক : জেলা প্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তা‌হের মু‌ক্তি‌যোদ্ধা‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেছেন, আপনারা প্রকৃত দেশ প্রেমিক। কিছু পাওয়ার জন‌্য আপনরা মু‌ক্তিযু‌দ্ধে অংশগ্রহণ ক‌রেন‌নি। আপনারা দেশ‌কে ভা‌লো‌বে‌সেই ৭১ সা‌লে বঙ্গবন্ধুর ডা‌কে মু‌ক্তিযু‌দ্ধে অংশগ্রহণ ক‌রে‌ দেশ স্বাধীন ক‌রে‌ছেন।

জেলা প্রশাসক ব‌লেন, জা‌তির পিতা বঙ্গবন্ধুর কন‌্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ উন্নয়‌নের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে। ২০২১ সা‌লের ম‌ধ্যে বাংলাদেশ হ‌বে মধ‌্যম আ‌য়ের দেশ। আর ২০৪১ সা‌লের ম‌ধ্যে হ‌বে উন্নয়নশীল দেশ।

জেলা প্রশাসক আরও ব‌লেন, মাওয়া-জাজিরায় নির্মাণ হ‌চ্ছে পদ্মা সেতু । পদ্মা সেতু এখন দৃশ‌্যমান। বঙ্গবন্ধুর কন‌্যা শেখ হা‌সিনা প্রধানমন্ত্রী হ‌লে নির্মাণ হয় পদ্মা‌ সেতু। পদ্মা সেতু সম্পূর্ণ হ‌লে শরীয়তপুর জেলা উন্নয়‌নের জোয়া‌রে ভাস‌বে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজার সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নবনির্মিত ভবন প‌রিদর্শণ শে‌ষে এক আ‌লোচনা সভায় এসব কথা ব‌লেন জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী, সদর উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রণজিৎ, জেলা সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আব্দুল জ‌লিল হাওলাদার, সা‌বেক সহকারী কমান্ডার আ‌লিম উ‌দ্দিন শেখ, মু‌ক্তি‌যোদ্ধা আবুল হো‌সেন খান, মু‌ক্তি‌যোদ্ধা আ‌মির হো‌সেন খান, মু‌ক্তি‌যোদ্ধা
আজাহার হো‌সেন খানসহ প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ‌্য, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হয়।