• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

পাকা আমের মধুর রসে

ম্যাঙ্গো - ক্রিম সুফলে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ মে ২০২১  

উপকরণঃ

ম্যাঙ্গো পাল্প- ১ কাপ, চিনি- ২ টেবিল চামচ, আগার আগার পাউডার- ১.৫ চা চামচ, লেমন জুস- ১ চা চামচ, লবণ- সামান্য, হুইপড ক্রিম স্যাশে- ১ টা, ঠান্ডা দুধ- ১/২ কাপ, আইস কিউব- ২টি, ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ, আইসিং সুগার- ১/২ কাপ, পানি- ১ কাপ, ম্যাঙ্গো কিউব- ১ কাপ

প্রণালীঃ

 হুইপড ক্রিম রেডি করার জন্যে ১ টি বাটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। বাটিতে স্যাশের পাউডার, ঠান্ডা দুধ এবং আইস কিউব নিয়ে ইলেকট্রিক বিটারে হাই স্পিডে বীট করুন ২ মিনিট। ফোমি হলে এতে আইসিং সুগার এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে আবারো বীট করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। 

আগার আগার পাউডার ১/২ কাপ পানিতে গুলে রেখে দিন ১৫ মিনিট। আরো ১/২ কাপ পানি যোগ করে অল্প আঁচে চুলায় বসান। নেড়েচেড়ে গলে গেলে চিনি মেশান। ম্যাঙ্গো পাল্প এবং লেমন জুস মেশান। লবণ মিশিয়ে চুলা বন্ধ করুন। কিছুটা ঠান্ডা করে হুইপড ক্রিমের সঙ্গে চামচ দিয়ে হালকা করে মিশিয়ে দিন। বাটিতে টুকরো আম রাখুন। উপরে কিছুটা এই ক্রিম সুফলে দিয়ে ফ্রিজে ১৫/২০ মিনিট ঠান্ডা করুন। ইচ্ছেমতো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।