• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

রেলের কোটি টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ মে ২০২১  

পূর্বাঞ্চল রেলের হিসাব বিভাগ থেকে দেড় থেকে আড়াই কোটি টাকা সরানোর অভিযোগে ওই বিভাগে কর্মরত জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (৮ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রামের কমান্ড্যান্ড মো. শফিকুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে জুনিয়র অডিটর ফয়সালকে আটক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, শুক্রবার রেলওয়ের হিসাব বিভাগে কয়েক কোটি টাকা কম দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফয়সাল নামে এক কর্মকর্তা ওয়েবসাইটের পাসওয়ার্ড জালিয়াতি করে দেড় থেকে দুই কোটি টাকা সরিয়ে নিয়েছে। তবে ফয়সাল ৫০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। তার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (৯ মে) রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন।