• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, দুই সাংবাদিক কারাগারে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০২০  

টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার কথিত দুই সাংবাদিককে একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৯ জুন) কারাগারে পাঠিয়েছেন আদালত। এরা দুজন হচ্ছেন-অনলাইন টেলিভিশন জি বাংলার প্রতিনিধি মো. আলমগীর হোসেন (৪০) ও সাপ্তাহিক টাঙ্গাইল প্রতিদিনের সাবেক স্টাফ রিপোর্টার মো. তারেক রহমান (২৯)। এর আগে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাতের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।

পরে তাদের টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে পুলিশ সোমবার আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার (৯ জুন) টাঙ্গাইল সদর আমলী আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার আবু নাঈম মো. তালাত জানান, চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের চিহিৃত করা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।