• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

র‌্যাব-৮ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর সদস্য আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং গতকাল ২৬ জুলাই ২০২০ তারিখ গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা পালিয়ে যাবার প্রাক্কালে বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে কিশোর গ্যাং চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম (১) মোঃ সিফাত (২২), পিতা-মশিউর রহমানা কিসুল, সাং-সদর রোড সংলগ্ন শিশু পার্ক, থানা-সদর, জেলা-পটুয়াখালী, (২) মোঃ আরমান (২৪), পিতা- সাজু সিকদার, সাং- শিমুলবাগ, থানা- সদর, জেলা-পটুয়াখালী, (৩) মোঃ রিজন (২২), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-সবুজবাগ ১ম লেন, থানা-সদর, জেলা-পটুয়াখালী বলে জানায়।

পরবর্তীতে তাদের নিয়ে অভিযান চালিয়ে অপর আসামী মোঃ সাইদুর রহমান (২২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-পুরান বাজার (চকবাজার), থানা-সদর, জেলা-পটুয়াখালী এর বাড়ি থেকে উক্ত হামলায় ব্যবহৃত ২ টি রামদা, ১টি ধারালো ছুরি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় পটুয়াখালী সদর থানায় হস্তান্তর এবং এ সংক্রান্তে পটুয়াখালী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাব-৮ সচেষ্ট আছে এবং র‌্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।