• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

লকডাউন তোলার গাইডলাইন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

 

করোনার ছোবলে পুরো বিশ্বই নাস্তানাবুদ। লকডাউন আটকে পড়েছে বিশ্ব আর অর্থনীতি। দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছে বিশ্ব নেতারা।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুর্বিষহ এই লকডাউন থেকে বেড়িয়ে আসার আগে কয়েকটি মানদন্ড সামনে এনে হাজির করলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লকডাউন তুলতে হলে অন্তত ৬টি বিষয় মাথায় রাখতে হবে আক্রান্ত দেশগুলিকে।

১। সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে।
২। স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, সংক্রমণ হলেও আক্রান্তদের শনাক্ত করে তাদের পরীক্ষা, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা করা যাবে।
৩। হাসপাতাল বা নার্সিংহোমগুলিতে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে।
৪। স্কুল, অফিসের মতো প্রয়োজনীয় জায়গায় করোনা প্রতিরোধ করার মতো পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে।
৫। কঠিন পরিস্থিতি তৈরি হলে তা সামলে দেওয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত।
৬। নতুন স্বাস্থ্য বিধি সম্পর্কে সকলে সচেতন এবং এর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত।

এই গাইডলাইন জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আমরা জানি এই ভাইরাস জনবহুল জায়গা থেকে ছড়ায়। আবার আমরা এটাও জানি যে, শুরু থেকে রোগীকে শনাক্ত করে, পরীক্ষা করে আইসোলেট করতে পারলে এমনিই এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে।