• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

লাদাখে চীনের সঙ্গে ফের সংঘর্ষে প্রাণ গেল ভারতীয় সেনার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

চীন ও ভারতীয় সেনারা আবারও সীমান্তে সংঘাতে জড়ালো। এতে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। (শনিবার ২৯ আগস্ট) হিমালয়ের পাদদেশে দুই বাহিনীর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

তবে সোমবার ভারত দাবি করেছে, লাদাখ সীমান্তের কাছে চীনের উস্কানিমূলক পদক্ষেপ রুখে দিয়েছে তাদের সেনারা। কিন্তু হতাহতের বিষয়ে কিছু জানায়নি নয়াদিল্লি।

সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগং- এ স্থিতাবস্থা ভেঙে ভারতীয় ভূখণ্ডের ভিতরে ঢোকার চেষ্টা করে চীনের সেনা। ভারতীয় সেনা তা আটকে দিতে পেরেছে। ঘটনাটি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-চীন সীমান্তে। নতুন করে যেন আর সমস্যা না বাড়ে এ বিষয়ে আলোচনা চলছে দু’দেশের মধ্যে ।

তবে আলোচনা চলার মধ্যেই দু’দেশ তাদের সীমান্তে সামরিক কার্যক্রম বাড়িয়ে তুলছে। এতে ওই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। গত ১৫ জুন লাদাখ সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা প্রাণ হারান। তবে এ ঘটনায় চীনের কতজন হতাহত হয়েছে তা জানায়নি দেশটি।