• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

লেবাননের বৈরুত বন্দরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

এক মাস পর ফের লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বন্দরের শুল্কমুক্ত অঞ্চলে এ ঘটনাটি ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত খবর জানা যায়নি।

আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, তেল ও টায়ার রাখা বন্দরের একটি জায়গায় আগুন লাগে। এতে আশপাশের এলাকায় কালো ধোঁয়া উড়ছে।

লেবাননের সেনাবাহিনী বলছে, বন্দরের শুল্কমুক্ত অঞ্চলের ওয়ারহাউস থেকে আগুনের শিখা জ্বলে উঠে।  ওই হাউসে তেল ও টায়ার রাখা ছিল।এরইমধ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে।

স্থানীয় টেলিভিশন জানায়, ওই এলাকায় থাকা কোম্পানিগুলোর অফিস থেকে কর্মকর্তা ও কর্মচারীদের বের হতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নতুন আগুন লাগার খবর একে অপরকে জানাচ্ছেন স্থানীয়রা।

গত ৪ আগস্ট বৈরুতের রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় ১৯১ জনের মৃত্যু হয়। আহত হয় ছয় হাজার জন। এ ঘটনায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।আর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে। গুদামে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে ওই বিস্ফোরণ ঘটে।