• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির  সেপ্টেস্বর  মাসের মাসিক সভা ২০ অক্টোবর রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন উল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনন্দ কুমার ঘোষ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক শেখ মাহবুবুর রহমান সহ উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলায় গণপূর্ত অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন তিনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন। এর মধ্যে জাজিরা ও নড়িয়া উপজেলার স্টেশন দুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। ভেদরগঞ্জ উপজেলার প্রকল্পের নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানান। 

এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী তাদের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ সন্তোষ জনক ভাবে এগিয়ে চলছে বলে সভাকে জানান। কতিপয় ঠিকাদার কাজ নিয়ে গাফিলতি করার বিষয়ে তিনি বলেন যথা সময়ে তারা কাজ সম্পাদন না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ লাইন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, শরীয়তপুর জেলার সকল বিভাগের আওতাধীন উন্নয়ন কাজ গুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য তাগিদ দেন। তিনি বলেন সঠিক তদারকির মাধ্যমে কাজের গুনগত মান নিশ্চিত এর পাশাপাশি সময় মতো কাজ শেষ করা হলে যেমন সরকারের অপচয় রোধ হবে তেমনি ভাবে জনগনের ভোগান্তিও লাঘব হবে। এ বিষয়ে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।