• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর জেলা পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানে মাঝ দিয়ে করোনার বিরুদ্ধে "বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি" পরিচালনা করেছে শরীয়তপুর জেলা  পুলিশ।
"মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানে আজ ২৯ মার্চ  সোমবার দুপুরে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান এর নেতৃত্ব করোনার বিরুদ্ধে "বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি" পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  তানভীর হায়দার,  পালং মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ আসলাম উদ্দিন, ডিআইও-১ মোঃ আজহারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় পুলিশ সুপার বলেন, আমরা শরীয়তপুর জেলা পুলিশ করোনার প্রথম ধাপ থেকেই মোকাবেলা করে আসছি এবং জনকল্যান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। এখন আবার গ্রীষ্মের শুরু থেকে বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী  কোভিট-১৯ ভাইরাসে সংক্রমণের হার। কিছুদিন ধরেই দেশে এই ভাইরাস দ্বারা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। দেশ ও মানুষের এই সংকট মোকাবেলায় সবার প্রথমে প্রয়োজন সচেতনতা। চলমান এই মহামারী মোকাবেলায়, যাতেকরে সকলে সচেতন হয় এবং মাস্ক পরিধান করে সে কারনেই আমরা শরীয়তপুর জেলা পুলিশ জনসাধারনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করছি। এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।