• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর পালং হতে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

র‌্যাব-০৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শরীয়তপুর জেলার পালং থানাধীন কাশিপুর এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১ নভেম্বর ২০২০ইং তারিখ বিকাল ৫টার সময় শরীয়তপুর জেলার পালং থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হক সরদার(৫২), পিতাঃ মৃত মুছাই সরদার, সাং-কাশিপুর, থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুরকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করেন

এসময় আটককৃত আসামীর নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত গাঁজা অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।