• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর সদ‌রে সরকারি আদেশ অমান্য করায় ১৬ জনকে জ‌রিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ জুন ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, প্রধান সড়ক ও চৌরঙ্গীসহ পৌরসভার বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৬ জনকে ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ্যমে ৫ হাজার ৮০০ টাকা জ‌রিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ।

এসময় মাস্কবিহীন থাকায় নিম্ন আয়ের ২৪ জনকে বিনামূল্যে মাস্ক প‌ড়িয়ে দেয়া হয়। সোমবার (২২ জুন) বিকাল ৫ টা হতে সন্ধ‍্যা সা‌ড়ে ৭ টা পর্যন্ত পর্যন্ত এই ভ্রাম‌্যমান আদালত পরিচালিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের ন্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার ৮০০ টাকা জ‌রিমানা করা হয়েছে। এ সময় মাস্ক বিহীন থাকায় নিম্ন আয়ের ২৪ জনকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করা হয়। দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়।   

এ সময় পারস্পরিক দূরত্ব অন্তত ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এই সচেতনতা বৃদ্ধি ও মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পালং মডেল থানা পুলিশের এক‌টি দল। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যাহত রাখা হবে।