• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর-১ : মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইকবাল হোসেন অপু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার মনোনয়ন ফরম বিক্রির ৩য় দিনেও আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সারাদেশের মোট ৮টি বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতা কর্মীরা মনোনয়ন সংগ্রহ করেছেন।

এ সময় শরীয়তপুর জেলার কৃত্রি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। তিনি রোববার সকাল ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহ সম্পর্কে তিনি বলেন, জননেত্রীর কাছে মনোনয়ন চাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে শরীয়তপুর বাসির কল্যাণে সর্বদা নিয়োজিত থাকতে এবং শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আরও শক্তিশালী করতে চাই ।

তিনি রোবাবার শরীয়তপুর সদর পালং ও জাজিরার প্রায় ১০ হাজার নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সি, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা সাধারন সম্পাদব নুহুন মাদবর, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জাজিরার উপজেলার সাবেক  চেয়ারম্যান মোশারফ আকন্দ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বাবুল আকন্দ, শরীয়তপুর পৌর সভার প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, শরীয়তপুর ও জাজিরা উপজেলা প্রতিটি ওয়ার্ড ও উইনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পেশার নেতৃবৃন্দ।

 উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মীর তোফাজ্জল হোসেন, মোজ্জাফর জোসেন জমাদার, মানিক ব্যানার্জী, লায়ন মোহাম্মদ ইউসুফ খাঁন, কাউসার উজ্জামান মামুন, জেলা যুবলীগ  নেতা সুমন পাহাড়, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, শরিফুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

কৈশোর থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জীবনের পুরোটাই রাজনীতিতে সময় দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের এই ত্যাগী নেতা। ছাত্রজীবন থেকে শুরু করে আজ অবদি প্রতিটা মূহুর্তে আওয়ামী লীগ ও অঙ্গ  সংগঠনের নেতাকর্মীদের নিয়েই তাঁর চিন্তা-চেতনা।

ইকবাল হোসেন অপু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং পরবর্তী সময়ে সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে র্দীঘদিন দায়িত্ব পালন করেন।শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির একাধিক বার নির্বাচিত সভাপতিও ছিলেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হয়।