• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে অর্থনৈতিক অঞ্চলের সমীক্ষা পরিদর্শনে বিদেশী বিনিয়োগকারী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ মে ২০১৯  

 

 

শরীয়তপুরের গোসাইরহাটের আলাওলপুর ইউনিয়নে আজ বৃহস্পতিবার দুপুরে অর্থনৈতিক অঞ্চলের সমীক্ষা পরিদর্শনে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আসেন বিদেশী বিনিয়োগকারী চাইনিজ ওভারসীজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ঝাংলিউসাং এবং চায়না সীলওয়ে লিঃ এর এমডি ইউয়ান জিওয়েন এবং সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় (ভূমি) সুত্র জানায়, মেঘনা নদী বেষ্টিত গোসাইরহাটের আলাওলপুর ইউনিয়নের চরজালালপুর মৌজায় ৬৮৬ একর, চর নারায়নপুর মৌজায় ৯৫০৪ ও পাশর্^বর্তী জেলা চাঁদপুরের ইশানবালা মৌজায় ২৭৪৬ একর মোট সরকারের প্রায় ১২,৯৩৬ একর জমির উপর একটি অর্থনৈতিক অঞ্চল হবে। সেখানে গ্যাস পাইপ লাইনের হাব, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র হবে। এলাকাটি ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের মাঝে হওয়ায় ভৌগলিক অবস্থানের কারণেই বিদেশী বিনিয়োগকারীগণ আকৃষ্ট হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন দেশ, জনগন এবং ব্যবসা এই তিনের সমন্বয়ে এখানে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কারণে এলাকায় বহুমুখী ও শ্রমঘন কর্মসংস্থানসহ প্রায় ১০লক্ষ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোসাইরহাট, ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মো. আলমগীর হুসাইন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান, শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা আ.লীগের সভাপতি মোঃ শাজাহন সিকদার, সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. উসমান গনি বেপারী প্রমুখ।